পায়রায় ভারতীয় ৩২ ট্রলারের আশ্রয়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 16:47:32

প্রতিকূল আবহাওয়ায় বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও তীব্র বাতাসে দিক বিভ্রান্ত হয়ে ভারতের ৩২টি মাছ ধরার ট্রলার সাময়িকভাবে বাংলাদেশের পায়রা বন্দরের কাছে আশ্রয় নিয়েছে।

রোববার (৭ জুলাই) বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) এম হামিদুল ইসলাম।

তিনি জানান, ৩২টি ভারতীয় ট্রলার ৫১৯ জন মাঝি নিয়ে পায়রা বন্দরের কাছে আশ্রয় নিয়েছে। তারা কোস্টগার্ডের নজরদারিতে আছে। আবহাওয়া অনুকূলে আসলে তাদের ভারতে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশের জলসীমায় আশ্রয় নেওয়া ভারতীয় মাছ ধরার ট্রলারগুলো ও জেলেরা নিরাপদে আছে এবং আবহাওয়া অনুুকূলে আসলে ট্রলারগুলোকে বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় জলসীমায় প্রেরণ করা হবে।’

দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতা স্মারকের আলোকে ইতোমধ্যে বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান কোস্ট গার্ড মহাপরিচালক।

এ সম্পর্কিত আরও খবর