নোয়াখালী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুদকের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:51:38

নোয়াখালী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে সেসব জেলার সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ জুলাই) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ সূত্রে এ তথ্য জানা যায়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, হটলাইনের (১০৬) মাধ্যমে নোয়াখালীর প্রধান ডাকঘরে অভিযান চালিয়ে দুদক টিম বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এসময় দুদক টিম ডাক বিভাগের হেল্পলাইনের নাম্বারে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি এবং নাম্বারটি বন্ধ পায়। দুদক টিম জানতে পারে, বিভিন্ন সেবা পেতে দীর্ঘ লাইন ভঙ্গের জন্য অনেকেই পোস্ট অফিসের কিছু অসাধু কর্মচারীকে অর্থকড়ি দিয়ে থাকেন। অনিয়ম বন্ধে এবং তাৎক্ষণিকভাবে হেল্পলাইন কার্যকর করার জন্য ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে পরামর্শ দেয় দুদক টিম।

এদিকে সম্প্রতি চলমান ডিজিটাল জরিপে একজনের জমি অন্যের নামে, এমনকি মৃত ব্যক্তির নামেও খতিয়ানভুক্ত করার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই ভূমি অফিসে অভিযান চালায় দুদক টিম।

এছাড়া নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার কলোনির বাসাসমূহ বরাদ্দে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

এ সম্পর্কিত আরও খবর