সড়ক বন্ধ করে খেলায় মেতেছেন রিকশা চালকরা!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 17:44:37

রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক বন্ধ করে আন্দোলন করছেন রিকশা চালকরা।

সোমবার (৮ জুলাই) কুড়িল-সায়েদাবাদ সড়কের মুগদা, মানিকনগর ও মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা।

এ সময় সড়ক বন্ধ করে দিয়ে সড়কের মাঝে বসে ১৬ গুটি, ৯ কড়ি, ৬ কড়ি খেলায় মেতে উঠতে দেখা গেছে রিকশা চালকদের।

আরো পড়ুন: রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের রাস্তা অবরোধ

খেলার পাশাপাশি, রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তারা। রিকশা চালকদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে এভাবে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে রিকশা চালকদের।

মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। আন্দোলনরতদের বার বার সরে যেতে বললেও তারা যাচ্ছেন না। তবে আমরা তাদের সরানোর চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও খবর