ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 03:45:19

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষকের দ্বারা সহপাঠী ধর্ষণের বিচার চেয়ে রাস্তায় আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুরে মিরপুর সড়কে ঘণ্টা দুয়েক বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। তারা জানান, কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম রতন দায়িত্বে থাকা অবস্থায় কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে কোমল পানীয়ের সাথে চেতনানাশক পান করিয়ে ধর্ষণ করে। এরপর ওই ঘটনার ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে টানা এক বছর ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো- রেজাউল করিমের ফাঁসি, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা প্রদান, মামলার কর্মসূচি দ্রুত শেষ করা, ধর্ষণের সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান, কোনো প্রকার জামিন মঞ্জুর না করা এবং মামলার কাজ শেষ না হাওয়া পর্যন্ত আসামিকে আইনের আওতায় রাখত হবে।

এ সম্পর্কিত আরও খবর