রিকশাচালকদের অবরোধে রামপুরায় অচলাবস্থা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 21:00:42

রিকশাচালকদের টানা দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীর কুড়িল থেকে রামপুরা হয়ে একেবারে সায়েদাবাদ পর্যন্ত অচলাবস্থা দেখা দিয়েছে। যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম বিপাকে পড়েছেন সংলগ্ন এলাকার মানুষ।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে এই সড়কে অবরোধ শুরু করেন রিকশাচালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চালকদের উপস্থিতি বাড়তে থাকায় কর্মসূচি জোড়ালো হতে থাকে। এতে কুড়িল থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মেরুল বাড্ডার ইউলুপেও আটকে যায় গাড়ি। বনশ্রী থেকে আসা গাড়িগুলোও আটকে আছে। বাংলাদেশ টেলিভিশনের সামনেও যান চলাচল করতে পারছে না।

যানজট গিয়ে ঠেকেছে একেবারে সায়েদাবাদ পর্যন্ত। মালিবাগ হয়ে বাসাবো সংলগ্ন সড়কে পড়েছে এই অবরোধের প্রভাব।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুছ ফকির বলেন, 'সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। এছাড়া রিকশাচালকদের অবরোধ কর্মসূচিতে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়েও আমরা নজর রাখছি।'

আরও পড়ুন: রাজধানীতে দ্বিতীয় দিনের মতো রিকশাচালকদের অবরোধ

এ সম্পর্কিত আরও খবর