সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 07:29:45

কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেতাফুল বর্তমানে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত রয়েছেন।

বুধবার (১০ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যান্য আসামিরা হলেন—কিশোরগঞ্জের জেলা হিসাব রক্ষণ অফিসার মো. সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ের সাবেক সুপার মোহাম্মদ গোলাম হায়দার।

গোলাম হায়দার বর্তমানে সেগুনবাগিচা হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা (হিসাব ও সিডিপিইউ শাখা) কর্মরত রয়েছেন।

অন্যান্যরা হলেন কিশোরগঞ্জের জেলা হিসাবরক্ষক অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামান, একই জেলার হিসাবরক্ষক অফিসের অফিস সহায়ক মো. দুলাল মিয়া, কিশোরগঞ্জ জেলা শাখা সোনালী ব্যাংকের সাবেক ম্যানাজার (এজিএম) মো. মাহবুবুল ইসলাম খান (বর্তমানে মায়মনসিংহের সোনালী ব্যাংক শাখায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের দায়িত্বে আছেন), কিশোরগঞ্জ পুবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মুখলেছুর রহমান, কিশোরগঞ্জের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আমিনুল ইসলাম এবং ঢাকার ডেমরা থানার মো. জাহাঙ্গীর আলম।

অভিযোগ রয়েছে আসামিরা প্রত্যেকে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

ময়মনসিংহের দুদকের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে এ মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সেতাফুল ইসলাম (পরিচিতি নম্বর ১৫৬১১) এবং অন্যান্যদের নাম তদন্তে বেরিয়ে আসে।

এ সম্পর্কিত আরও খবর