মামলাজটে অনেক ঘটনার বিচার সম্পন্ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 19:12:21

মামলার জটের কারণেই অনেক ঘটনার বিচার সম্পন্ন করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বরগুনার ঘটনার চার্জশিট দিয়ে দেবে, যাতে দ্রুত বিচার কাজ সম্পন্ন করা যায়। ফেনীর ঘটনারও বিচার শুরু হয়েছে। মামলার অনেক জট রয়েছে, তবুও চেষ্টা করে যাচ্ছি। মাদকের একটি কোর্ট করার কথা, সেটি না হওয়ায় সচিবসহ আমাদের হাইকোর্ট তলব করেছেন।’

সাম্প্রতিক সময়ের ধর্ষণের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সমাজের শুরু থেকে এ ধরনের অনাচার হয়েছে, সামাজিক প্রতিকারও হয়েছে। সারা পৃথিবীতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে সেই শাসন হারিয়ে যাচ্ছে। আগে এসব ঘটনা আড়ালে হতো, এখন দ্রুত জনগণের সম্মুখে চলে আসে।’

মন্ত্রী বলেন, ‘যে হত্যাকাণ্ড দেখছি, শিশু দর্ষণ হচ্ছে- তা বিবেককে তাড়া দেয়। আমাদের দেশের সামাজিক শাসন ক্ষয়ে যাচ্ছে। সামাজিক মূল্যবোধে নজর নেই। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। যারা অপরাধ করছেন, তাদের গ্রেফতার করে আইনের কাছে তুলে দিচ্ছি। দেশের মানুষ এ ধরনের অবক্ষয়ের দৃশ্য দেখতে চায় না। সমাজকে জাগিয়ে তুলতে হবে।’

চার্জশিটের ফাঁকফোকরের কারণে অনেক অপরাধী মুক্ত হয়ে যান- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে পুলিশকে প্রশিক্ষিত করছি। স্টাফ কলেজ, সারদায় নির্ভুল চার্জশিট করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভুল সবাই করতে পারেন, আবার কেউ ইচ্ছাকৃতও করতে পারেন। কেউ ভুল করলে আমাদের সম্মুখে আসলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করছি।’

এ সময় বিএসআরএফ'র সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক মাসউদুল হক, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন, দফতর সম্পাদক মাসুদ রানা সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর