৫ দিনব্যাপী জেলাপ্রশাসক সম্মেলন শুরু রোববার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 19:06:39

বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সরকারের নীতি-নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য প্রাধিকার সম্পর্কে নির্দেশনা দিতে পাঁচ দিনব্যাপী জেলাপ্রশাসক সম্মেলন শুরু হবে আগামী রোববার (১৪ জুলাই)।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রতিবছর তিন দিনব্যাপী সম্মেলন হলেও এবার পাঁচ দিনব্যাপী সম্মেলন হবে। এবার মোট ২৯টি কার্য অধিবেশন হবে। এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ৫৪টি মন্ত্রণালয় থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা সম্মেলনে অংশ নেবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এবারের সম্মেলনে প্রধান আলোচ্য হিসেবে রয়েছে, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ।

এ সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি ও কর্মসূচির বাস্তবায়ন তরান্বিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর