রাস্তা নির্মাণে অনিয়ম: দুদকের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা‌টো‌য়ে‌ন্টি‌ফোর.কম, ঢাকা | 2023-08-26 02:10:40

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের সমন্বিত কার্যালয় হ‌তে অভিযান চালিয়েছে। অভিযান কালে নব‌নি‌র্মিত পাকা রাস্তার পিচ হাতের আঙুল দি‌য়ে তোলার সত্যতা পায় দুদক টিম।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুরের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের বিষ‌য়ে তথ্য দি‌য়ে নিশ্চিত করেন দুদ‌কের প্রধান কার্যাল‌য়ের উপ-পরিচালক ও জনসং‌যোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

সূত্র জানায়, দুদ‌কের হটলাইন-১০৬ এ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ব্যাপক অনিয়ম হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মূলত অভিযান চালায় দুদক টিম।

অভিযানে পাওয়া তথ্যম‌তে, গত জুন মাসে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী রাস্তা নির্মাণের কাজ শেষ করা হ‌য়ে‌ছে। দুদক টিম অভিযান চালিয়ে এ রাস্তার নির্মাণকাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে প্রাথমিক ভাবে সত্যতা পায়। এসময় রাস্তার বিভিন্ন স্থানে হাত দেওয়া মাত্রই পিচ উঠে আসার ঘটনা ঘটে। ফলে এ নির্মাণ কাজটিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হ‌য়ে‌ছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হ‌য়েছে দুদক টিম।

অভিযান নিয়ে দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুদক টিম রাস্তা‌টি নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পায়। অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানের অনুমতি চেয়ে দুদ‌কের কাছে  চিঠি পাঠানো হয়েছে।

এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা এলাকায় বাঁধের গোড়া হ‌তে মাটি উত্তোলন এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সরকারি পাহাড় কাটার অভিযোগে এসব এলাকায় অভিযান চালায় দুদ‌কের সমন্বিত জেলা দুদক। এছাড়া বি‌ভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নি‌য়ে কমিশন‌কে জানা‌তে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং লালমনিরহাট সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট চিঠি পাঠিয়েছে দুদ‌কের এনফোর্সমেন্ট ইউনিট। 

এ সম্পর্কিত আরও খবর