পদ্মা সেতু নিয়ে গুজব, আটক ৪

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 23:50:55

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে-এমন গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশান ব্যাটেলিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১২ জুলাই) র‍্যাব সদর দফতরের মিডিয়া উইং থেকে পাঠানো এক মোবাইল ফোন বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ফেসবুকে পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে-এমন বেশ কয়েকটি পোস্ট দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করে আটকৃতরা। পরে বিষয়টি র‍্যাবের নজরে আসলে প্রযুক্তি ব্যবহার করে তাদের চিহ্নিত ও আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।

আটককৃতরা হলেন, নড়াইল থেকে মো. শহিদুল ইসলাম (২৫, চট্টগ্রাম থেকে মো. আরমান হোসাইন (২০), মৌলভীবাজার থেকে মো. ফারুক (৫০) ও কুমিল্লা থেকে মো. হায়াতুন নবী।

আরও পড়ুন: 

পদ্মা সেতু নিয়ে গুজব, স্কুলছাত্র গ্রেফতার

 

এ সম্পর্কিত আরও খবর