গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে আরেফিন নগরের বিশ্ব কবরস্থখান সংলগ্ন মাঝেরঘোনা পাহাড়ে ভূমিধস ঘটে বলে পুলিশ জানায়।
এদিকে শুক্রবার মধ্যরাত থেকে মুষলধারা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মূল সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। পানি ঢুকে পড়েছে বাসা-দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কাঁচাবাজারেও। সার্বিকভাবে বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ভূমি ধসে দুজন মাটিচাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
পাহাড় ধসে প্রাণহানি এড়াতে বর্ষার আগে থেকে ঝুঁকিপূর্ণ বসতিগুলো উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। মাইকিং করে পাহাড়ের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।