‘ভাটিয়ালে’র পাঁচ বছর পূর্তি উৎসব ও সম্মাননা প্রদান

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 15:49:41

ফেনী থেকে প্রকাশিত শিল্প সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক ‘ভাটিয়াল’ পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পা রেখেছে।

এ উপলক্ষে শনিবার (১৩ জুলাই) বিকেলে ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উৎসবে অংশ নেন ভাটিয়ালের লেখক, পাঠক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

কাগজটির পাঁচ বছর পূর্তি, সাহিত্য সভার আত্মপ্রকাশ ও সম্মাননা প্রদান-এ তিন পর্বে সাজানো হয় পুরো অনুষ্ঠান।

অ্যাডভোকেট রাশেদ মাযহারের সঞ্চালনায়, ভাটিয়ালের উপদেষ্টা সম্পাদক আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভাটিয়াল সম্পাদক আলমগীর মাসুদ। বক্তব্য রাখেন, প্রধান অতিথি কবি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি কথা সাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথা সাহিত্যিক স্বকৃত নোমান ও গল্পকার মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ তিন বিশেষ অতিথিকে ভাটিয়ালের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই দিন ভাটিয়াল সাহিত্যসভার আত্মপপ্রাশ উপলক্ষে পাঁচ উপদেষ্টা কুমার চক্রবর্তী, আহমাদ মোস্তফা কামাল, স্বকৃত নোমান, আসাদুজ্জামান দারা, এজিএম নিয়াজ উদ্দিন এবং সাহিত্যসভার মনোনিত সভাপতি ইকবাল আলম ও সহ-সভাপতি দেবব্রত সেন ও অ্যাডভোকেট রাশেদ মাযহারকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর এজিএম নিয়াজ উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, সাবেক সভাপতি ওসমান হারুন মামহমুদ দুলাল, কবি ও শিক্ষক শিখা সেনগুপ্তা, ভাটিয়াল উপদেষ্টা সম্পাদক ফখরুল হাসান, নবগঠিত ‘ভাটিয়াল সাহিত্য সভা’র সভাপতি কবি ইকবাল আলম, সহ-সভাপতি কবি ও প্রাবন্ধিক দেবব্রত সেন এবং চারুশিল্পী সুনীল দাস।

ভাটিয়ালের পাঁচ বছর পূর্তি উৎসবে অতিথিরা

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা, ফেনীর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজালাল রতন, ভাটিয়াল পত্রিকার সহ-সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, সাংবাদিক দিদারুল আলম, মাইন উদ্দিন পাটোয়ারী, রাজীব সারওয়ার, শামীমা আকতার শম্পা, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কবি উৎপল সুজন, অরাফাত পিংকু, উত্তম দেবনাথ, গাজী তারেক আজিজ, নাঈমুন হাসনাত, বকুল আকতার দরিয়া, খাজা নাজিম উদ্দীন হেলাল, মাহবুবুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাবেয়া সুলতানা, সাহিদা সাম্য লীনা, আফসার আলাউদ্দিন, সঞ্জয় রায়, সুমন ইসলাম, ফজলুল মল্লিক, উম্মে কুলসুম মুন্নি, শামীম পাটোয়ারী, সাইফুল আলম, নাসরীন জেরিন সুলতানা, শাহাদাত হোসেন তৌহিদ, হেলাল শাহাদাত, শামীমা আক্তার লিপি, ফরিদা আখ্তার মায়া, সাইফুল ইসলাম, নাগার হান্নানসহ সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। অনুষ্ঠানে ভাটিয়াল সাহিত্যসভা উদ্বোধন ও কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর