‘নারী ও শিশু নির্যাতনে ক্রাইসিস তৈরি হয়নি’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-07-28 19:42:33

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ক্রাইসিস তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন নতুন নিয়োগ পাওয়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

রোববার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা তিনি বলেন, ‘দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের ক্রাইসিস তৈরী হয়নি। দেশে আগেও অনেক নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তা হয়তো গণমাধ্যমে আসেনি। নারীরা অনেক সময় তাদের সীমাবদ্ধতার কারণে এসব কথা সবার কাছে বলেনি।’

ফজিলাতুন্নেছা বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার অনেকটাই নারী ও শিশুবান্ধব। নারী ও শিশুদের সম্ভ্রম রক্ষায় এ সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের নারীদের সম্মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার রক্ষায় আইন করেছে। এই মুহূর্তে আইনটি আইন মন্ত্রণালয়ে রয়েছে, সব ধরনের প্রক্রিয়া শেষ করে আইনটি পাস হলে বাংলাদেশ নারী নির্যাতন কমে যাবে।’

তিনি বলেন, ‘শুধু আইন করে অথবা সরকারের পক্ষে এককভাবে নারী ও শিশু নির্যাতন বন্ধ সম্ভব নয় এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যম সহ সবাইকে এ কাজে এগিয়ে আসতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর