ক্যান্সার ও লিভার সিরোসিস রোগীরা ভাতা পাবেন নিজ জেলায়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 09:55:07

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীরা নিজ জেলায় বসেই ভাতা পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, ‘আমরা এ ধরনের রোগীদের ৫০ হাজার টাকা করে দিয়ে থাকি। আগে ঢাকা থেকে এ টাকা দেওয়া হতো। কিন্তু টাকা প্রাপ্তি সহজ করার জন্য এখন জেলায় জেলায় প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব। খুব তাড়াতাড়ি সভা করে এক মাসের মধ্যেই ব্যবস্থা নেব।’

রোববার (১৪ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভাতাভোগীরা যেন সুষ্ঠুভাবে ভাতা পান, সে জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ভাতাও দেওয়া হয়। জেলা প্রশাসকরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন, তাদের সেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে।’

ভাতা যথাযথভাবে না দেওয়ার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘সে বিষয়ে আমরা জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি। ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটুক, সেটা প্রধানমন্ত্রী চান না। রাজনৈতিক বিবেচনায় অনেকে ভাতা পান- এমন অভিযোগ সঠিক নয়। আমরা গরিব দুস্থ সবাইকে, সে বিএনপি-আওয়ামী লীগ যে দলেরই হোক না কেন, তাদের ভাতা দিচ্ছি।’

‘জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো অনিয়ম না হয়। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছি,’ যোগ করেন মন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর