বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে ৩ চুক্তি স্বাক্ষর

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 22:28:28

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিগুলো হলো—বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে সমঝোতা স্মারক, সংস্কৃতি বিনিময়ে দুই দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে নথি সই, এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও কোরিয়ার ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মধ্যে সমঝোতা স্মারক।

রোববার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নক-ইয়নের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিন বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর দফতরের টাইগার গেটে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শেখ হাসিনা। পরে বিকেল ৪টা ২০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন দুই নেতা।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই দেশের প্রধানমন্ত্রী একান্তে আলাপ করেন।

এ সম্পর্কিত আরও খবর