জটিলতা বাড়ছে হজ যাত্রায়

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-27 23:51:20

মোয়াল্লেম ফি বৃদ্ধি আর ভিসা জটিলতা দুই-এক দিনের মধ্যে মেটাতে না পারলে এবার হজ যাত্রায় বড় ধরনের ঝামেলা তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্য‌টন মন্ত্রণালয়ে হজযাত্রী পরিবহন নিয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় হজ যাত্রার দশম দিনে ৪টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। হজযাত্রা শুরুর পর এ পর্য‌ন্ত যাত্রী না পাওয়ার কারণে বাংলােদশ বিমানের ১২টি এবং সৌদি এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এই ১৫টি ফ্লাইটে ৬ হাজার যাত্রী সৌদি আরবে যেতে পারতেন।এতে চরম দুর্ভোগে পড়েছেন হজ ক্যাম্পে আসা যাত্রীরা। সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বিষয়টি দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী রাশেদ খান মেনন।এবারের হজ যাত্রায় অতিরিক্ত ২ হাজার রিয়াল নেয়ার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান হবে বলে আশ্বস্ত করনে তিনি। এ বছর ১ লাখ ২৭ হাজার ১'শ ৯৮ জন হজযাত্রীর মধ্যে ভিসা পেয়েছেন মাত্র ৪৬ হাজার ৭'শ ৯২ জন। এর মধ্যে গত কয়েকদিনে সৌদি আরবে পৌঁছেছেন ২৯ হাজার ৮'শ ২৯ জন। সৌদি আরবে ৭২০ রিয়ালে মোয়াল্লেম ঠিক করার কথা থাকলেও এখন দেড় হাজার থেকে ১৯০০ রিয়াল বাড়তি লাগায় বিপাকে পড়ে যায় হজ এজেন্সিগুলো। পরে তাদের কিস্তিতে বাড়তি টাকা শোধ করার সুযোগ দেয়ায় আপাতত সমস্যার সমাধান হলেও হজযাত্রীদের গুণতে হবে বাড়তি অর্থ। যারা ২০১৫-১৬ সালেও হজ করেছেন, তাদের ভিসার জন্য ২ হাজার রিয়াল, বাংলাদেশি মুদ্রায় ৪৪ হাজার টাকা করে বাড়তি দিতে হবে, যা আগে জানানো হয়নি। এ ধরনের যাত্রীর সংখ্যা ১৫ থেকে ২০ হাজার হলেও এর প্রভাব পড়ছে অনেকের ওপর। পরিবারের একজনের ক্ষেত্রে এমন হলে অন্যদের যাওয়ায় আটকে থাকছে। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ ফি মওকুফ করার জন্য যোগাযোগ করা হয়েছে। বুধবারই এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা। তবে দুই হাজার রিয়াল যদি দিতেই হয়, তাহলে ধর্ম মন্ত্রণালয়কে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর