রাজধানীতে ২৭ লাখ টাকাসহ ভুয়া পুলিশ আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 00:02:37

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নগদ ২৭ লাখ টাকাসহ কবির হোসেন শেখ (৩৮) নামে পুলিশ সদস্য পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে র‍্যাব-৩।

সোমবার (১৫ জুলাই) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব সদরদফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।

তিনি বলেন, ‘রোববার রাতে রাজধানীর হাতিরঝিল এক নং ব্রিজের চেকপোস্ট চলাকালীন সময়ে একটি সাদা প্রাইভেট কারকে দাঁড় করায় র‍্যাব। দায়িত্বরত র‍্যাব সদস্যরা গাড়ির ড্রাইভিং সিটে বসা ড্রাইভারকে তার পরিচয় জানতে চাইলে, সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছেন বলে জানান। তার ব্যবহৃত প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগানো থাকা সত্ত্বেও তার কথাবার্তা সন্দেহজনক বলে মনে হয়।’

তিনি আরও বলেন, ‘তখন পুলিশ সদস্য পরিচয়দানকারী ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি তল্লাশি করা হলে সাতটি পাসপোর্ট, ছয়টি সিল, চারটি মোবাইল ফোনসহ ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।’

এএসপি মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কোনো পুলিশ সদস্যের নয়। সে বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে, ভুয়া পরিচয়পত্র দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে।’

এ সম্পর্কিত আরও খবর