বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় মিন্নিকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। জিজ্ঞাসাবাদের ব্যাপারটি নিশ্চিত করেছেন বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত এসপি তোফায়েল আহমেদ।
তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘রিফাত হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী মিন্নি। তার জবানবন্দি নেবার জন্য আনা হয়েছে।'
পুলিশের এই অতিরিক্ত এসপি বলেন, 'জবানবন্দি নেওয়া আর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো এক না। মামলার তদন্ত দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য বিভিন্ন সময়েই মিন্নির সঙ্গে পুলিশের কথা বলার প্রয়োজন হবে।'
রিফাত হত্যাকাণ্ড সম্পর্কে আরও জানতে ক্লিক করুন 'রিফাত হত্যাকাণ্ড'