ফেল করানোর অভিযোগে ৭ কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-18 17:59:51

অধিকাংশ শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগে নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অন্য শিক্ষার্থীরাও।

শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ শিক্ষার্থীকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে ফেল করানো হয়েছে।

তাদের প্রশ্ন, এক সঙ্গে এত শিক্ষার্থী এক বিষয়ে কীভাবে ফেল করে?

অবরোধের কারণে বন্ধ হয়েছে গেছে যান চলাচল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

এছাড়া শুধু এ বিষয়েই না, আরো কয়েকটি বিষয়ে তাদের অপ্রত্যাশিতভাবে ফেল করানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড় অবরোধ করে তারা আন্দোলন করছেন। ফলে মিরপুর থেকে আজিমপুর রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনরত শিক্ষার্থী মতিউর বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, যতক্ষণ পর্যন্ত সন্তোষজনক উত্তর না আসবে কর্তৃপক্ষের কাছ থেকে, ততক্ষণ রাস্তা অবরোধ করে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

অবরোধের কারণে বন্ধ হয়েছে গেছে যান চলাচল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। তবে এখন তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’

এ সম্পর্কিত আরও খবর