বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহারে উদ্যোগ নিতে ডিসিদের নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 13:09:31

পাটের ব্যাগ ব্যবহারের বিষয়ে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসিদের প্রতি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'পাট মোড়কের আইনে আছে, বাধ্যতামূলক পাট পণ্য ব্যবহার। আমরা ডিসিদের বলেছি, ছালার বস্তা ব্যবহার না করে পাটের ব্যাগ ব্যবহার করা। কেউ যেন প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করতে পারে এবং পাটের ব্যাগ ব্যবহার করে। সেটা করতে পারলে পাটের সম্পূর্ণ ব্যবহার চলে আসবে।'

তিনি বলেন, 'বস্ত্রও পাটে যে শ্রমিক অসন্তোষ রয়েছে, সেটি যথাযথ নয়। সরকার থেকে আমরা বেতন দিয়ে যাচ্ছি। একটি বিরোধী দল ফোনালাপ করেছে, আন্দোলন বাড়িয়ে দেওয়ার জন্য। সত্যিকারের যারা শ্রমিক তারা আন্দোলন করতে চায় না। তাদের লেলিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বলেছি তাদের অর্থ দেব, তার আগেই তারা আরও শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছে।'

গোলাম দস্তগীর বলেন, 'শ্রমিকরা যাতে যথাযথভাবে বেতন পায় সেজন্য আমরা ব্যবস্থা করে যাচ্ছি। একটি শ্রেণি এ অসন্তোষের সুযোগ নেয়।'

বিজেএমসি বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আসলে মজুরি কমিশন বেতন বৃদ্ধি করায় আমরা পেরে উঠছি না। তাই আমরা এটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে করলে বিজেএমসি লাভবান হবে। চায়না এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল। তারা পরিদর্শন করছেন ও রিপোর্ট দেখেছেন। বস্ত্র শিল্পে ইতোমধ্যে পিপিপি'র মাধ্যমে করে ফেলেছি। আর পাট শিল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।'

এ সম্পর্কিত আরও খবর