বন্যার্তদের জন্য রেড ক্রিসেন্টে ছুটি বাতিল

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 20:07:21

বন্যার্তদের মধ্যে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে রেড ক্রিসেন্ট। এ কাজে সহযোগিতা করতে সোসাইটি জাতীয় সদর দফতরসহ ৩২ জেলার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে রেড ক্রিসেন্ট। শুক্র ও শনিবারও অফিস খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট রাঙ্গামাটিতে ৪০০, সুনামগঞ্জে ১০০, বান্দরবানে ১০০, সিলেটে ২০০, জামালপুরের ৫০০ এবং লালমনিরহাটে ১৫০ পরিবারের মধ্যে শুকনা খাবার দিয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সোসাইটির কনফারেন্স কক্ষে ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগ জানায়, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগণকে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও প্রয়োজনীয় ওষুধ। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম, ন্যাশনাল ডিজাস্টার ওয়াটসন রেসপন্স টিম, ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ও রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের। সার্বক্ষণিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের জন্য সোসাইটির মগবাজার জাতীয় সদর দফতরে কাজ করছে ‘বিডিআরসিএস
কন্ট্রোল রুম’।

সব ধরনের তথ্য জানতে ফোন নম্বর: +০০৮৮-০২-৯৩৫৫৯৯৫ (সরাসরি), ০১৭২০৯৭৭৮৭৭, ০১৮১১৪৫৮৫২৪, ৯৩৩০১৮৮, ৯৩৩০১৮৯, ৯৩৫০৩৯৯-২৮২।

এ সম্পর্কিত আরও খবর