মানুষ হওয়াটাই মুখ্য, পাসের হার নয়: প্রধানমন্ত্রী

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 17:07:55

‘মানুষ হওয়াটাই মুখ্য, পাসের হার নয়।‘ উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার কমার প্রেক্ষাপটে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, এবার পাস করেছে ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী; জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৯৬৯ জন। গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ; ৫৮ হাজার ২৭৬ জন জিপিএ-৫ পেয়েছিল। উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের কারণে এবার পাসের হার কমলেও আগামীতে এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি গত এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। তাতে পাসের হার কিছু কমেছিল। সেই পদ্ধতি এবার এইচএসসিতে প্রয়োগ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী বলেন, কত পার্সেন্ট পাস করল, আর কত পার্সেন্ট পাস করলে না; সেটা বিবেচ্বয বিষয় নয়। পড়াশোনা করবে, পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের মধ্যে আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। ভালোভাবে পড়তে হবে। পড়াশোনায় মন দিতে হবে। এসময়, ছেলেমেয়েদের সমস্যাগুলো উপলব্ধি করা, তাদেরকে আরও একটু বেশি সময় দেয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, কোনোভাবেই যেন ছেলেমেয়ে মাদকাসক্তি বা জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য নিজের ছেলেমেয়ে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকছে কিনা; এবিষয়গুলোর দিকে নজর দিতেও অভিভাবকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর