বুধবার মিরপুর ১০ থেকে ইসিবিতে ১১ ঘণ্টা গ্যাস বন্ধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 10:30:27

গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর ১০ নম্বর থেকে ইসিবি চত্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশি মোড় ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘টাই-ইন’ কাজের জন্য ১৭ জুলাই বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত (১১ ঘণ্টা) মিরপুর-১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালসি রোডের উভয় পাশসহ তৎসংলগ্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

এছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর