‘সংবিধানের মধ্যে থেকে দায়িত্ব পালন করুন’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:21:29

ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও ডিসিদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ওসমান হায়দার সাংবাদিকদের জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে সাবজুডিশ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেছেন, সংবিধানের মধ্যে থেকে আইনানুগভাবে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোহাম্মদ ইমান আলী ডিসি ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে বলেন, আদালতের আদেশ পালনের জন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে। এককভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না।

এর আগে ডিসি ও বিভাগীয় কমিশনারদের মধ্যে থেকে একজন করে বক্তব্য দেন। তারা বলেন, ভূমির ইজারা সংক্রান্ত মামলাগুলো অনেক সময় উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে সরকারের রাজস্ব আদায় বাড়তো। আর আদালতের নির্দেশগুলো ডিজিটাল পদ্ধতিতে দ্রুত পৌঁছাতে পারলে কাজ করা আরও সহজ হতো।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা ছাড়াও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর