এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৩৭৫ জন। গতবার পেয়েছিলেন ৯৪৪ জন।
বুধবার (১৭ জুলাই) দুপুরে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার জেলার ১ হাজার ৩৮৮টি কলেজের ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী ছিল। উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ৩৫৮ জন। এদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৩২জন এবং ছাত্রী ৪০ হাজার ২৬ জন।
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৯১ ছাত্রী ১ হাজার ৩৮৪ জন। গত বছরও জিপিএ-৫ এ মেয়েরা ছিল এগিয়ে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬১ জন। মেয়েরা পেয়েছে ৪৮৩ জন।