৩২০ কোটি টাকার রাজস্ব আদায় করল ডিএসই

, জাতীয়

সিনিয়র করেসপেন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 23:56:37

 

বিদায়ী (২০১৮-১৯) অর্থবছরে ৩২০কোটি ১৫ লাখ টাকার রাজস্ব আদায় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর আগের বছর একই সময়ে রাজস্ব আদায় হয়েছিলো ২৭২ কোটি ২৭ লাখ টাকা।  যা আগের বছরের চেয়ে ৪৭ কোটি টাকা বেশি। এই টাকা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়েছে ডিএসই।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩বিধির ধারা অনুযায়ী ব্রোকারেজ কোম্পানি থেকে উৎসে কর ১৪৫ কোটি ৯৫ টাকা ও আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩এম ধারা অনুযায়ী স্পন্সর এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের সিকিউরিটিজ বিক্রয় বাবদ ১০৪ কোটি ৭৩ লাখ টাকা দিয়েছে ডিএসই।

এছাড়াও ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ সেকশন ৫৩এন অনুযায়ী শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ মূলধনী আয়ের ওপর ৫৬ কোটি ৬০ লাখ টাকা এবং ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স ১৯৮৪ সেকশন ৫৪ অনুযায়ী শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ওপর উৎসে কর ১২ কোটি ৮৬ লাখ টাকার রাজস্ব আদায় করেছে ডিএসই।

এ সম্পর্কিত আরও খবর