দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে ডিসিদের নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 13:17:12

জেলা প্রশাসকদের (ডিসি) দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

জেলা উপজেলা অফিসগুলোতে ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে অনিয়ম আছে তা শনাক্ত করা প্রয়োজন। আমরা জানি, কিছু কিছু জায়গা আছে, যেমন আমরা ডিসিদের বলেছি, এসিল্যান্ড অফিসে ভূমির নাম খারিজের প্রক্রিয়াগুলো আরো দ্রুত কীভাবে করতে পারি এবং সেখানে ডিজিটালাইজেশন আরো দ্রুত কীভাবে করতে পারি, সে বিষয়ে উদ্যোগ নেবেন এবং আমাদের বলবেন। কোনো কর্মকর্তা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকলে, ডিসিরা তাদের ডেকে সংশোধনের চেষ্টা করবেন, সেটা না হলে বিভাগীয় ব্যবস্থা আছে।’

ডিসিদের প্রতি কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা দুর্নীতিমুক্ত, জনমুখী ও জনকল্যাণমুখী জনপ্রশাসন গড়ে তুলব। মাঠ পর্যায়ের প্রশাসনকে জনগণের কাছে কিন্তু নিয়ে গেছি। ডিসি অফিস আরো সুন্দরভাবে সাজিয়েছি। এছাড়াও সার্কিট হাউজসহ সব লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে। ডিসিদের বলেছি, সেবার ধরন কীভাবে আরো জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি সে চেষ্টা করতে। প্রতি বুধবার সাপ্তাহিক গণশুনানি করে যার যে সমস্যা আছে, সেগুলো শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। সেটি কীভাবে আরো সুন্দরভাবে করতে পারি তা নিয়ে আলোচনা করেছি।’

‘অফিসগুলো ডিজিটালাইজেশন করার নির্দেশনা দিয়েছি। এরই মধ্যে ই-ফাইলিংসহ সব ব্যবস্থা করা হয়েছে। আরো ডিজিটালাইজ করতে হবে। কমকর্তাদের সেজন্য ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। জেলা শহরের হাসপাতালগুলো দালালমুক্ত, অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার বিষয়গুলো ডিসিরা দেখবেন। পাসপোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে যে ভোগান্তি কমাতে তারা নজরদারি বাড়াবেন,’ যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক জেলায় যেসব স্কুল রয়েছে, ডিসিরা যেহেতু সেখানকার সভাপতি, সেহেতু তারা যেন আরো গুরুত্ব দেন, নজরদারি বৃদ্ধি করেন এবং লেখাপড়ার মান উন্নত করতে ব্যবস্থা নেন, সে নির্দেশনা দিয়েছি। আমরা চেয়েছি, জেলা প্রশাসকরা যেন আরো জনমুখী হয়ে মানুষের সেবায় ব্যাপক অবদান রাখতে পারেন।’

এ সম্পর্কিত আরও খবর