মাদক-জঙ্গিবাদ দমনে ডিসিদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 01:21:27

মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিসিদের নির্দেশনা প্রদানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করছি, সেদিকে ডিসিরাও খেয়াল রাখবেন। যাতে কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গি, চরমপন্থী এদের আবির্ভাব না হয়। মাদক নিয়ে আমরা যে অভিযান চালাচ্ছি, তাদেরকে জানিয়েছি আমাদের অভিযান তো চলবেই। সবাইকে নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করবেন। সেজন্য তারা সকল পেশাজীবীদের এই সংগ্রামে সম্পৃক্ত করবেন-সেই আহ্বান রেখেছি।

জেলা প্রশাসকরা মোবাইল কোর্টের পরিধি বৃদ্ধির প্রস্তাব ও সার্বক্ষণিক পুলিশ ফোর্স চেয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোবাইল কোর্টের পরিধি যে রকম প্রয়োজন, তা হয়ে গেছে। মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে, সেজন্য কাজ হচ্ছে। সেক্ষেত্রে মোবাইল কোর্টের আওতায় যতটুকু থাকবে সেটা নিয়েও কাজ হচ্ছে। ডিসিরা আমাদের কাছে বিশেষ পুলিশ চেয়েছে। তবে জেলা প্রশাসকদের জন্য বিশেষ পুলিশের প্রয়োজন নেই। কারণ, আমাদের পুলিশ বাহিনী সবসময় জেলা প্রশাসকদের সহযোগিতা করে যাচ্ছেন। ডিসিদের নির্দেশনা অনুযায়ী সব জায়গায় কাজ করছেন। সুতরাং বিশেষ পুলিশের প্রয়োজন নেই।

নারী ও শিশু নির্যাতন বিষয়ে নিরাপত্তা বাহিনী সব সময় প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর