কৃষক বাঁচাতে হলে উৎপাদন খরচ কমাতে হবে: কৃষিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 02:32:39

কৃষক বাঁচাতে হলে উৎপাদন খরচ কমাতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘বোরো ধানের মূল্য নিয়ে আমরাও চিন্তিত। কৃষক যদি তার ফসলের ন্যায্য মূল্য না পায়, তাহলে কৃষক বাঁচবে কি করে? কৃষক বাঁচাতে হলে কৃষির উৎপাদন খরচ কমাতে হবে। এর জন্য প্রয়োজন আধুনিক কৃষির। বিদেশের বাজারে কৃষি পণ্য প্রবেশ করার সক্ষমতা অর্জন করতে হবে।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে কৃষি যন্ত্রপাতি এবং কৃষিপণ্য পরিবহনে মজবুত, টেকসই গাড়ির পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিকে লাভজনক করার জন্য যান্ত্রিকীকরণ অপরিহার্য। কৃষির আধুনিকায়ন তথা যান্ত্রিকীকরণের জন্য ৪ থেকে ৫ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল, উন্নয়নের রোল মডেল। বিদেশি সাহায্য নির্ভরতা কমিয়ে এনেছে সরকার। কৃষি উন্নয়নে আমরা সবকিছু করব। কৃষকদের জন্য আমাদের ভাবতে হবে।’

মা এন্টারপ্রাইজের চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) কাজী সারোয়ার হোসেন বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর