রোহিঙ্গাদের জাল পাসপোর্ট তৈরি করা চক্রের সদস্যরা আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 14:27:33

বাংলাদেশি একটি চক্রের সাহায্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কৌশলে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর এ জালিয়াতি পাসপোর্ট তৈরি চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‍্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে র‍্যাবের অভিযান এখনো চলমান রয়েছে বলে জানা যায়।

এই বিষয়ে র‍্যাব-১০ এর এএসপি মো. শাহিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ভুয়া কাগজপত্র, ভিসা ও পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের বিভিন্ন বিদেশে পাঠানোর চেষ্টাকারী একটি চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের হাজী নূর হোসেন বেপারি ঘাট এলাকায় আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অভিযানে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এই চক্রটি রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের জাল কাগজপত্র, ভিসা ও পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাঠাত।'

তিনি বলেন, 'প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানানো যাচ্ছে না। কারণ আমাদের অভিযানটি এখনো শেষ হয়নি। তবে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।'

এ সম্পর্কিত আরও খবর