দশ প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিলো বিএসটিআই

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 02:38:23

 

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ১০ (দশ) টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃপক্ষ।

বিএসটিআই’র প্রধান কার্যালয়ে গত ১৮ জুলাই ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র পরিচালক (পদার্থ) এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশনের প্রধান প্রকৌশলী শামীম আরা বেগম।

শনিবার(২০জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর উপর ৮টি এবং ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর উপর ২টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়।

প্রতিষ্ঠানগুলোর হচ্ছে- ইন্টিগ্রেটেড পাওয়ার এন্ড ইঞ্জিনিয়ারিং, ড্রিম মাশরুম সেন্টার, বিডি ফুডস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারার লিমিটেড, আলপাইন ফ্রেশ ওয়াটার সিস্টেম লিমিটেড, গার্ডিয়ান নেটওয়ার্ক, ঝলক হাইস্পিড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এ্যাসোসিয়েশনের অনুকূলে কোয়ালিটি ব্যবস্থাপনার উপরে আইএসও সদন দেওয়া হয়।

 অপরদিকে রিগস হার্বস  এবং  এটি হক লিমিটেডের অনুকূলে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও সনদ প্রদান করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর