প্রিয়া সাহার বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 10:03:41

‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের এক নারী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের যে কল্পকাহিনী উপস্থাপন করেছেন, তাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’

স্বাধীনতার চেতনা বিরোধী ষড়যন্ত্রমূলক বানোয়াট কল্পকাহিনী উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে রোববার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেছেন সংগঠনটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিঞা মজিবুর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাঙালি জাতির মহান স্বাধীনতা, যা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত, রক্তস্নাত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের বহিঃপ্রকাশ ঘটেছে। যা আমরা এতদিন জানতাম না। এ ঘটনার পর বিষয়টি জানতে এবং বুঝতে পারলাম। আমরা জাতীয়ভাবে দুঃখিত ও মর্মাহত, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ওই নারীর দেশদ্রোহিতা মূলক অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘দেশ ও জাতির অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে ভীত স্বতন্ত্র হয়ে স্বাধীনতা বিরোধী দেশি ও আন্তর্জাতিক চক্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে সদা সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির সেক্রেটারি জেনারেল মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষালসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর