২৫ হাজার বাসায় গিয়ে এডিস মশা মারবে ডিএসসিসি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 22:27:49

দিন যত যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ততই বাড়ছে। ডেঙ্গুমুক্ত শহর গড়তে নগরবাসীর সহায়তার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘আজ থেকে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করা হলো। ৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় আমাদের পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, আমাদের প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করে দিয়ে আসবেন।’

‘পাশাপাশি সম্মানিত নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসবেন, কিভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়। প্রতিদিন ১৭১০টি বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে। সেই হিসেবে এ ১৫ দিনে ২৫ হাজার বাসার এডিস মশার বংশ ধ্বংস করবে ডিএসসিসি,’ যোগ করেন মেয়র।

রোববার (২১ জুলাই) রাজধানীর কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিশেষ এ কর্মসূচির উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। এরপর আশাপাশের কয়েকটি বাসায় গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

মেয়র বলেন, ‘এডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না। এডিস মশা বাসার বারান্দা বা ছাদের পরিত্যক্ত টায়ার, টব বা ট্যাংকির স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশা ধ্বংসে জনগণের সচেতনা ও সর্তকতা সবচেয়ে বেশি প্রয়োজন।’

‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে। এডিস মশার প্রাদুর্ভাব যাতে না হয় সেজন্য নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সবার প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে পারব,’ বলেন মেয়র।

মেয়রের উপস্থিতিতে এক বাসার টবের পানিতে জন্মানো এডিস মশার লার্ভা ধ্বংস করছেন ডিএসসিসির কর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

সাঈদ খোকন আরও বলেন, ‘এরই মধ্যে আমাদের ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত ৪৫০ স্থানে কাজ করে দুই হাজার ১৫৭ জন নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এরপরও কোথাও ডেঙ্গুর অস্তিত্ব পেলে ডিএসসিসির হট লাইনে ফোন দিলে আমাদের লোক গিয়ে ধ্বংস করে দিয়ে আসবে।’

এ সম্পর্কিত আরও খবর