‘চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে’

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-08-26 11:53:18

লেখাপড়া শেষে তরুণদের চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অন্যদের চাকরি দেওয়ার সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

রোববার (২১ জুলাই) দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘বাংলাদেশকে আমরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছি। এ শিক্ষাকে প্রায়োগিক অর্থে বাস্তবে রূপ দিতে হলে আমাদের প্রযুক্তিগত শিক্ষা, উদ্ভাবনী ক্ষমতার ওপর গুরুত্বারোপ করতে হবে। গবেষকদের মান উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। গত এক দশকে শিক্ষা ক্ষেত্রে সরকারের নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলোকে কাজে লাগাতে হবে।’

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মান উন্নয়নের ওপর জোর দেন।

এ প্রসঙ্গে প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘এক সময় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বেকারের কারখানা হিসেবে অ্যাখ্যায়িত করা হলেও এটি এখন সত্য নয়। দেশের কাঙ্ক্ষিত লক্ষ অর্জনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার সুযোগ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিগত শিক্ষাকে এগিয়ে নেওয়া সম্ভব হলে দক্ষ মানবসম্পদ উপহার দেওয়া সম্ভব দেওয়া হবে।’

প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে গ্রাজুয়েটদের উল্লাস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘আমরা সহজে পরিবর্তন গ্রহণ করি না। বিগত সময়ে দেশের প্রতিটি উন্নয়নের সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায়ও আধুনিকায়নের সুযোগ রাখা হয়েছে। আমি কোন বিভাগ থেকে লেখাপড়া করলাম, সেটি মূল বিষয় নয়। গ্র্যাজুয়েট শেষে কর্মজীবনে কতটা সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারলাম, সেটাই মুখ্য বিষয়। এ বাস্তবতাকে উপলব্ধি করেই তোমরা নিজেদের আলোকিত করবে।’

বক্তব্য শেষে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, ‘আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের আর গৌরবের। লেখাপড়া শেষ নয়, তোমাদের জীবন মাত্র শুরু হলো। সচেতনতা, নিষ্ঠা ও মেধা দিয়ে তোমরা সব বাধা অতিক্রম করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হও। দেশ ও জনগণের জন্য কাজ কর।’

বক্তব্যের আগে সমাবর্তনে অংশ নেওয়া এক হাজার ১১২ জন গ্র্যাজুয়েটের মধ্যে সনদ তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর