পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রিয়া সাহার যুক্তরাষ্ট্রে যাওয়ার অভিযোগ মিথ্যা

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 12:17:57

পররাষ্ট্রমন্ত্রীর ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে প্রিয়া সাহার যুক্তরাষ্ট্রে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাননি।

সোমবার (২২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ ও ভিসা পাওয়ার ব্যাপারে প্রিয়া সাহাই ভালো বলতে পারবেন। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, তার সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। তবে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা অভিযোগের কোনো ভিত্তি নেই, তা কেবল তার কল্পনাপ্রসূত।

আব্দুল মোমেন বলেন, ওই ঘটনার পর আর ক‘জনের মতো সাংবাদিক সাবেদ সাতীও প্রিয়া সাহার মতো মিথ্যা তথ্য দিয়েছেন। প্রিয়া সাহা বাংলাদেশ থেকে তিন কোটি ৭০ লাখ ধর্মীয় সংখ্যালঘু গায়েব বা গুম হওয়ার মিথ্যা ও বানানো গল্প উপস্থাপন করেছেন। প্রকৃত ঘটনা জেনেই কেবল গণমাধ্যমকর্মীদের তথ্য উপস্থাপন করা জরুরি।

এ সম্পর্কিত আরও খবর