ঈদে ১০ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 14:20:28

ঈদের আগে সাতদিন ও পরে তিনদিনসহ মোট ১০ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন।

সোমবার (২২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ট্রাক, লরি এবং যেগুলো ভারী যানবাহন ঈদের আগে তিনদিন ও ঈদের পরে তিনদিন বন্ধ থাকবে। যেগুলো গার্মেন্টস সামগ্রী এবং জ্বালানি সামগ্রী বহনের ক্ষেত্রে সুযোগ থাকবে। সিএনজি স্টেশন ঈদের আগে সাতদিন এবং পরের তিনদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

তিনি আরও বলেন, ‘ঈদুল ফিতরের মতো এবারও বিজিএমইকে আমরা বিআরটিসির যতটা সম্ভব বাস দিব। তবে তারা যেন গার্মেন্টসগুলো ধাপে ধাপে ছুটি দেয়। এ বিষয়ে তাদের যে দায়িত্ব সেসব যথাযথভাবে পালন করে, তা আমরা তাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’

বিআরটিসির চালকরা বেতন পাচ্ছে না, তাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএ চেয়ারম্যানের নতুন নিয়োগ হচ্ছে। আশা করি সমস্যা সমাধান হবে।’

এ সম্পর্কিত আরও খবর