চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় হাসপাতালের নিচতলায় মানসিক ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের নয়টি গাড়ি ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন বার্তা২৪.কমকে বলেন, ‘বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান চালাই। এতে হাসপাতালের ক্ষয়ক্ষতি হলেও ওয়ার্ডে থাকা রোগীরা আহত হয়নি।’