ঈদযাত্রায় থাকবে বিশেষ ৮ জোড়া ট্রেন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 05:12:08

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে বিশেষ আট জোড়া ট্রেন পরিচালনা করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২৩ জুলাই ) সকালে রেল ভবনে ঈদের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এ আট জোড়া বিশেষ ট্রেন আগামী ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য কোনো পণ্যবাহী ট্রেন চলাচল করবে না।’

ট্রেনে ঈদযাত্রা, পুরনো ছবি

 

আট জোড়া বিশেষ ট্রেন হলো:

দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (এক জোড়া): ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা।

চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া): চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম।

সান্তাহার ঈদ স্পেশাল: ঢাকা-সন্তানের-ঢাকা।

লালমনি ঈদ স্পেশল: লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট।

মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল (ঈদের আগে ১০ আগস্ট অর্থাৎ শুধু এক দিন চলবে): খুলনা-ঢাকা-খুলনা।

শোলাকিয়ায় স্পেশাল-১ (ঈদের দিন চলবে): ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার।

শোলাকিয়া স্পেশাল-২ (ঈদের পরের দিন চলবে): ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ।

এ সম্পর্কিত আরও খবর