‘দেশের অগ্রযাত্রায় শিল্প মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 15:49:59

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের যে উন্নয়ন অগ্রযাত্রা সে ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়কে প্রধান ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মঙ্গলবার (২৩ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সব কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এ আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘দেশে আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে, তা আরও গতিশীল করতে হবে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশি। এ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সব সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভূমিকা রাখতে হবে।’

সব উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশ এখন বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, ‘শ্রমিকের সমস্যা আমরা বুঝি। সব সরকারি কর্মকর্তার সমস্যাও আমরা বুঝি। এ ব্যাপারে বর্তমান সরকার ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগও নিচ্ছে। চিন্তার কিছু নেই। তবে সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতি সদয় হতে হবে।’

বেসরকারি খাতের ধারাবাহিক উন্নতির কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা যদি উন্নতি করতে পারেন, তবে আমরা পারব না কেন? আমরাও পারব। তবে তার আগে কর্মক্ষেত্রে চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে হবে। সব কর্মচারী ও কর্মকর্তাদের বলব, কর্মের মাধ্যমে আপনাদের সক্ষমতা প্রমাণ করতে হবে। আনতে হবে জাতীয় পুরস্কার।’

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আমাদের সমাজে এখনও বৈষম্য আছে। এ বৈষম্য দূর করতে হবে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সব সরকারি প্রতিষ্ঠান লাভজনক অবস্থানে নেই। তাই সবার উচিত হবে, নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করা। এসব প্রতিষ্ঠানের মধ্যেই সবার রুটি-রোজগার। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সব প্রতিষ্ঠানকে আমরা লাভজনক অবস্থায় দেখতে চাই।’

বিএসটিআই ও বিসিকের বর্তমান অগ্রগতির প্রশংসা করে কামাল আহমেদ বলেন, ‘ধারাবাহিকভাবে এ অগ্রগতিকে এগিয়ে নিতে হবে। চিনিকলগুলোতে যে ঘাটতি আছে, তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।’

বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

বিভিন্ন কল-কারখানায় শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ট্রেড ইউনিয়নে বিশ্বাসী। তবে কাজ না করে কোনো বেতন-ভাতা নেওয়া যাবে না। শুধু দলবাজি করে পার পাওয়া যাবে না। এ মন্ত্রণালয়ের অধীনস্থ সব প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে হবে, লাভজনক করতে হবে।’

আগামী বছর জাতীয় পাবলিক সার্ভিস দিবসে কাজের স্বীকৃতি স্বরুপ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে থকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমসহ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। প্রতি বছর ২৩ জুলাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে এ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় ও জেলাপর্যায়ে জনসেবায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরও খবর