বাড্ডার ঘটনায় সবাইকে শনাক্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:04:09

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাছলিমা বেগম রেনু (২৫) হত্যার ঘটনায় সবাইকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যেন অহেতুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজিত না হয়। তারা যেন ঘটনাটা জানতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে। এটাতো একটা বোঝার ব্যাপার আছে। তবে যারাই এঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা আজ সবাই ব্যথিত। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফেসবুকে যারা এ ধরনের গুজব ছড়িয়ে দিচ্ছে, আমাদের পুলিশ কিন্তু বসে থাকবে না। যারা এসব ঘটনার প্রচারণা করবেন তাদেরকেও শনাক্ত করব এবং তাদেরকেও আইনের মুখোমুখি করব। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এত অদক্ষ ভাববেন না। আপনারা উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা করবেন আর আমরা বসে থাকব, এটা আশা করববেন না।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেক জেলার ডিসি এসপিদেরকে জানিয়ে দিয়েছি। তারা যেন এসব গুজবের বিষয়ে সতর্ক থাকে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করে।’

উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) ছেলে ধরা সন্দেহে বাড্ডায় গণপিটুনিতে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর