সকালে রাজধানীতে বজ্র বৃষ্টি, নাকাল নগরবাসী

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 01:33:32

ঘনকালো মেঘের গর্জনের সঙ্গে দমকা হাওয়ায় শুরু হয় শনিবারের (৩১ মার্চ) সকাল।ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫২ মিনিটে। সূর্যোদয়ের ক্ষণিক পর থেকেই মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, বাতাসের তীব্রতার সঙ্গে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টিতে নাকাল হতে হয় নগরবাসীকে। সড়কে তৈরি হয়েছে যেন রাতের আবহ। বাতাসে গাছের ডালপালা ভেঙে পড়েছে অনেক স্থানে। কোথাও কোথাও উড়ে গেছে বড় বড় ব্যানার-প্লাকার্ড। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সকালে বিরুপ আবহাওয়ার খবর পাওয়া গেছে। সকাল  ৬টা ৫৫ মিনিট থেকে মিরপুরে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়েছে। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। একই সঙ্গে বইছে দমকা হাওয়া। বাংলামোটর ও হাতিরপুর এলাকায় সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। সকাল ৭টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বজ্রবৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার যা পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়াসহ ঘণ্টায় (৩০-৩৫) কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী দুই দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে

এ সম্পর্কিত আরও খবর