ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করায় বাংলাদেশের নিন্দা

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 07:04:43

ইসরায়েলি দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিনের সুর বাহেরের অন্তর্গত ওয়াদি আল হাম্মাস এলাকার কয়েক ডজন ঘরবাড়ি ভাঙচুর ও ধ্বংস করায় বাংলাদেশ কঠোরভাবে নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ, ইউএনজিএ, ওআইসি সম্মেলন এবং সিএফএম রেজুলেশনগুলির প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। বিশ্ব সম্প্রদায়কে এই ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানাচ্ছি। এই ধরনের কাজ স্পষ্টভাবে জাতিসংঘের রেজল্যুশন ২৪২ এবং ৩৩৮ এর উদ্দেশ্যগুলি লঙ্ঘন করে।

জেরুজালেমের আশেপাশে অবস্থিত ফিলিস্তিনের নাগরিকদের ঘরবাড়ি ভেঙে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, অননুমোদনের অভিযোগে সোমবার (২২ জুলাই) রাত থেকেই জেরুজালেমের আশেপাশে নির্মিত ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে তাদের উচ্ছেদ করছে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও খবর