ফের কর্মবিরতিতে মংলা বন্দরসহ সারাদেশের নৌযান শ্রমিকরা

বিবিধ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 16:25:42

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপনসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন মংলা বন্দরসহ সারাদেশের নৌযান শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে মংলা বন্দরসহ সারাদেশে যাত্রী, পণ্য ও তেলবাহী সকল নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল বলেন, 'এর আগে গত ১৫ এপ্রিল মধ্যরাত থেকে একই দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করে। এরপর ১৭ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ নৌযান মালিক পক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে যে বৈঠক হয় তাতে যে সকল সিদ্ধান্ত হয়েছিল তা পরবর্তী ৪৫ কার্যদিবসের মধ্যে কার্যকর করার কথা ছিল। কিন্তু দাবি বাস্তবায়নের নির্দিষ্ট সময় ছাড়াও প্রায় তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই সকল দাবি কার্যকর করা হয়নি। ফলে বাধ্য হয়েই পুনরায় এ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'সারাদেশের প্রায় দুই লাখ নৌযান শ্রমিক মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে দাবি আদায়ের জন্য এ কর্মবিরতি পালন করা হচ্ছে।'

এদিকে নৌযান শ্রমিকদের এ কর্মবিরতি শুরু হলে মংলা বন্দরে অবস্থানরত সকল বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ বন্ধ হয়ে যাবে। এতে মংলা বন্দরের সাথে নদী পথে বিভিন্ন নৌ বন্দরসহ সারাদেশের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে মংলা বন্দরের আমদানি-রফতানিকারকেরা।

এ সম্পর্কিত আরও খবর