পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 13:25:38

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন ও বিভাগের কর্মকর্তাদের জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন।

 সকলকে বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে

 

জানা যায়, আগামী ১ আগস্ট থেকে সকলকে সকালে অফিসে আসার সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, 'শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরা ব্যবস্থা থাকবে।' 

এ সম্পর্কিত আরও খবর