নিহত কেউই ছেলে ধরা ছিল না: আইজিপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 08:35:09

ছেলে ধরা সন্দেহে সারা দেশে ৮ জন নিরীহ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা কেউ ছেলে ধরার সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দফরে গুজব নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে বা ছেলে ধরা এটি  একটি গুজব। এখন পর্যন্ত একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত গুজব রটানো ফলে, ৮ জন নিরীহ ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে। তবে নিহত এই ৮ জনের কেউ ছেলে ধরা ছিলেন না।

আইজিপি বলেন, আমরা প্রত্যেকটি ঘটনা বিশ্লেষণ করেছি, নিহতদের পরিচয় শনাক্ত করেছি। তারা নিতান্ত সাধারণ মানুষ ছিলেন। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাদেরকে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

জাবেদ পাটোয়ারী বলেন, গুজব সন্দেহে পিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনি হয়তো নিজের অজান্তেই হত্যা মামলার আসামি হয়ে যাচ্ছেন।

পাশাপাশি কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইজিপি।

 

এ সম্পর্কিত আরও খবর