ঢাকার মেয়রদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ কাদেরের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 08:28:14

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ জুলাই) বেলা ১২টায় সচিবালয়ের সম্মেলনে কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়রদের উদ্দেশে এ পরামর্শ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আর এখন হাসপাতালে ভর্তি মানেই এখন ডেঙ্গু রোগী। আমি দুই মেয়রের সঙ্গে কথা বলেছি। তারা সচেতনতার বিষয়ে ক্যম্পেইন করছেন, বিজ্ঞাপন দিচ্ছেন, পাড়া মহল্লায় বৈঠক করেছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধ যেটি আছে, সেটি অনেকটা অকার্যকর। আমি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যাতে কার্যকর ওষুধ ব্যবহার করা যায়, সে ব্যাপারে যাতে ব্যবস্থা নেয়।’

তিনি বলেন, ‘ডেঙ্গুর সঙ্গে ময়লার সম্পর্ক নেই। তারা পরিষ্কার পানিতেও অবস্থান নেয়। তবে দুই মেয়রের আরও সচেতন থাকা উচিত ও কার্যক্রম জোরদার করা উচিত। মেয়ররা বলেছেন তাদের কার্যক্রম আরও জোরদার করবেন।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ আনতে দীর্ঘসূত্রিতা হলে সমস্যা হবে। আমাদের প্রতিবেশী দেশেও এই ওষুধ আছে, সেখান থেকে যত দ্রুত সম্ভব নিয়ে আসার জন্য বলেছি। কারণ ডেঙ্গু যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করছে, সেটা আরও ভয়াবহ হতে পারে।’

নির্দেশনা দিয়ে কেন মেয়রদের কাজ করাতে হবে- এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের মেয়ররা আমাদের প্রতিনিধি। আমাদের দলের প্রার্থী হিসেবে তারা নির্বাচিত হয়েছেন। সুতরাং তাদের পরামর্শ দেওয়া আমাদের দায়িত্ব।’

রাজধানীতে বোমা পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শুধু গতকালই নয়, আগেও বোমা পাওয়া গেছে। এগুলোর কোনো যোগসূত্র আছে কিনা, ষড়যন্ত্র কিনা, দেশকে অস্থিতিশীল করার জন্য কিনা, সেটি কিন্তু খতিয়ে দেখছি।’

এ সম্পর্কিত আরও খবর