শিশুদের পদ্মা সেতু দেখে আসার অনুরোধ আইজিপির

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:36:20

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজ শিশুদের ঘুরে দেখে আসতে অনুরোধ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী‌।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদরদফতরের গুজব নিয়ে এক সংবাদ সম্মেলনে শিশুদের এ অনুরোধ করেন তিনি।

আইজিপি জাবেদ পাটোয়ারী শিশুদের উদ্দেশ্য করে বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের অন্য সেতুগুলোর মতোই একটি সেতু। তোমরা বাবা মার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখে আসবে। সেতুর ৮২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর কিছুদিন পরেই এই সেতু দিয়ে পারাপার হতে পারবে।’

পদ্মা সেতু নিয়ে তোমাদের যদি কেউ ভয় দেখায়। তোমরা সেটা বিশ্বাস করবে না। সেখানে কোনো ভয় নেই। তোমাদের বাড়ি যেমন, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ঠিক পদ্মা সেতুও ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। দেশ ও বিদেশের শত শত শ্রমিক ও বিশেষজ্ঞরা সেতু তৈরিতে কাজ করছে।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা পদ্মা সেতু নিয়ে যা শুনছো। এটি মিথ্যে কথা। তোমরা এটা বিশ্বাস করবে না।’

আইজিপি আরও বলেন, ‘শুধু শিশুদের না। যে কেউ যদি এমন গুজব শুনতে পান সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন দেবেন। স্বল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হবে।’

আইজিপি আরও বলেন, ‘আগামী এক সপ্তাহ গুজব সচেতনতা দিবস পালন করা হবে। বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা এবং শুক্রবারে মসজিদে সাধারণ মানুষদের সচেতনমূলক কথা বলবে পুলিশ।’

এ সম্পর্কিত আরও খবর