ডেঙ্গুতে দিশেহারা মানুষ

বিবিধ, জাতীয়

সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-12-12 18:31:51

ডেঙ্গু এখন রাজধানীর অন্যতম আলোচনার বিষয়। অনেক পরিবারে একাধিক সদস্য এই জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে।

 

বুধবার (২৪ জুলাই) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের।

 

মশারির ভেতর সব সময় নজরদারির মধ্যে রাখা হয়েছে ডেঙ্গু রোগীরা।

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।

 

টেস্টের পর রিপোর্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বহু মানুষ।

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী মেডিকেল ভর্তি হন জাহিদ হোসেন। এখন চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পথে তিনি।

 

ডেঙ্গু জ্বরে ভুগে আট দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাসির ইকবাল। কিছুটা সুস্থ হয়ে এবার ছাড়পত্র নিতে যাচ্ছেন তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর