নেচার ফার্মাসিউটিক্যালসকে ২০ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 15:56:41

রাজধানী মিরপুরের পল্লবী থানা এলাকায় নেচার ফার্মাসিউটিক্যালসে (ইউনানী) অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেন র‍্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। অভিযানে সহায়তা করেন র‍্যাব-৪।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'নেচার ফার্মাসিউটিক্যালস লি. (ইউনানি) মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, রেজিস্টার্ড হেকিম ব্যতীত মান নিয়ন্ত্রণহীনভাবে ওষুধ উৎপাদন, অনুমোদনহীনভাবে ওষুধ উৎপাদন করে বিক্রি করছিল। পাশাপাশি যৌন শক্তিবর্ধক, ন্যাচারাল এন্টিঅক্সিডেন্ট ইত্যাদি চটকদার বিজ্ঞাপন ব্যবহার করে প্রতারণা করে আসছিল।'

এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খলিলুর রহমানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অর্থদণ্ড আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সম্পর্কিত আরও খবর