ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে: তাজুল ইসলাম

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 12:17:54

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণে না থাকার অর্থ হচ্ছে আমরা হাল ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা হাল ছাড়িনি। সকল সংস্থা একযোগে কাজ করছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকার অর্থ হচ্ছে, সরকার মনে করে আর কিছু করার নেই। কিন্তু আমরা কাজ করছি।’

মসক নিধনের ওষুধের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ওষুধের কার্যকারিতা সমন্ধে আমরা নিশ্চিত। অভিযোগ পাওয়ার পর পুনরায় পরীক্ষা করে দেখা গেছে ওষুধ যা ব্যবহার করা হচ্ছে তা কার্যকর ওষুধ এবং এখানে কোন সমস্যা নেই।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। সারা দেশব্যাপী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী প্রমুখ।

দুই সিটির সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘কোনো সমন্বয়হীনতা নেই, সবাই মিলে এক সঙ্গে কাজ করছে। এডিস মশা এই মৌসুমে এশিয়ার সব দেশে ব্যপকতা লাভ করেছে। ফিলিপাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর, ভারতে সব জায়গায় এটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা সিজনাল মশাবাহিত রোগ হিসেবে এই সময় বৃদ্ধি বেশি পায়। দেখা যায় সেপ্টেম্বরের পর থেকে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।’

বিভিন্ন দেশের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গত বছর ২৮ জন মারা যাওয়ার রেকর্ড আছে। থাইল্যান্ডে এরই মধ্যে ১০০ জনেরও বেশি মারা যাওয়ার তথ্য পেয়েছি, ফিলিপাইনে সাড়ে ৪০০ মৃত্যুর খবর পেয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে প্রায় ৪০-৫০ জন মারা গেছে। তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের দেশে ডেঙ্গুর জন্য যে মৃত্যু হচ্ছে এর জন্য আমরা আন্তারিকভাবে দু:খিত।’

তাজুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু যে পরিমাণ বৃদ্ধি পাক না কেন তার চেয়ে অধিক গতিতে সিটি করপোরেশনসহ সকল কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে। চেষ্টা করছি একেবারে নির্মূল করার জন্য।’

দেশবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা দরকার। আপনার বাড়িতে, আমার বাড়িতে ফুলের টব, কমোড, বেসিন যেকোনো পাত্রের মধ্যে এডিস মশা ডিম পাড়ে। এর তিন দিন পর মশার আকারে রূপান্তরিত হয়। অপরিষ্কার ময়লা আবর্জনাতে এডিস মশা হয় না।’

এ সম্পর্কিত আরও খবর